Updates

15/recent/ticker-posts

ভৃঙ্গরাজ – চুলের প্রকৃত বন্ধু

 

🌿 ভৃঙ্গরাজ – চুলের প্রকৃত বন্ধু 🌿
(বৈজ্ঞানিক নাম: Eclipta prostrata)
[Hair Care by Akhi]
অনেকেই যাকে কালামানিক নামে চিনে থাকেন, তার প্রকৃত নাম ভৃঙ্গরাজ। আয়ুর্বেদ শাস্ত্রে এটি পরিচিত "কেশরাজ" হিসেবে – যার অর্থই হচ্ছে "চুলের রাজা"।


🪻 ভৃঙ্গরাজ / কালামানিক-এর পরিচিতি:
🔹 বৈজ্ঞানিক নাম: Eclipta prostrata
🔹 বাংলা নাম: ভৃঙ্গরাজ / কালামানিক
🔹 ইংরেজি নাম: False Daisy
🔹 সংস্কৃত নাম: কেশরাজ
🔹 ব্যবহার: হারবাল হেয়ার অয়েল, হেয়ার মাস্ক, স্ক্যাল্প ট্রিটমেন্টে
🌿 উপকারিতা:
✅ চুল পড়া কমায়
✅ চুল গজাতে সাহায্য করে
✅ চুলের গোড়া মজবুত করে
✅ খুশকি দূর করে
✅ আগা ফাটা রোধ করে
🌸 ব্যবহার উপায়:
ভৃঙ্গরাজ পাতা শুকিয়ে নারকেল তেলের সাথে ফুটিয়ে হেয়ার অয়েল তৈরি করুন। নিয়মিত ব্যবহারে আপনার চুল হবে ঘন, লম্বা ও ঝলমলে।
✨ চুলের যত্নে শতভাগ প্রাকৃতিক ও নির্ভরযোগ্য উপাদান খুঁজছেন?
ভৃঙ্গরাজ / কালামানিক হতে পারে আপনার সেরা সঙ্গী।
📌 Follow করুন – Hair Care by Akhi – আরও এমন হারবাল উপকারিতার জন্য।

Post a Comment

0 Comments